পদ্মা সেতুর সাথে সাথে পদ্মাপাড়ে রেল, নৌ ও সড়ক যোগাযোগকে কাজে লাগিয়ে কর্মমূখী এলাকা হিসেবে গড়ে তোলা হবে-চীফ হুইপ লিটন চৌধুরী

শিবচর বার্তা ডেক্স :
পদ্মা সেতুর সাথে সাথে পদ্মাপাড়ে রেল, নৌপথ ও সড়ক যোগাযোগকে কাজে লাগিয়ে কর্মমূখী এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে বলেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী। বুধবার সন্ধায় মাদারীপুরের শিবচরে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার সূবর্ন জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এসময় চীফ হুইপ মেলা পরিদর্শন করে মেলায় অংশগ্রহনকারীদের স্টলগুলোর মাঝে পুরস্কার বিতরন করেন। শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হওয়ায় পল্লী বিদ্যুত প্রথম, দি¦তীয় কৃষি বিভাগ ও ৩য় হন ফায়ার সার্ভিস। এদিন গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লোজ আপ খ্যাত কন্ঠ শিল্পী নীশিতা বড়ুয়া, পুলক ও ফকির সাহেব গান পরিবেশন করেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন চীফ হুইপ দত্তপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নব নির্মিত ভবন, শিবচর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ভবন, প্রভাতি কিন্ডার গার্টেন, উপজেলা কম্পাউন্ড বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।
স্বাধীনতার সূবর্ন জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ আরো বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে শিবচরসহ পদ্মাপাড়ে অনেক মেগা প্রকল্পের কাজ হচ্ছে। এখানে এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যাতে দেশের বিভিন্ন এলাকার মানুষ পদ্মাপাড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ কর্মমূখী বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে পারে। এখানে শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় রয়েছে। বৈদ্যুতিক গ্রীড রয়েছে। পদ্মা সেতু রেল লাইনের দুটি স্টেশন রয়েছে। তাই রেল, নদী ও সড়ক পথে যোগাযোগকে কাজে লাগিয়ে পদ্মাপাড়ে কর্মমূখী এলাকা হিসেবে গড়ে তোলা হবে।