জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিবচরে সাংবাদিকের মায়ের উপর হামলার অভিযোগ

একেএম নাসিরুল হকঃ
জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জের ধরে মাধারীপুরের শিবচরে এক সাংবাদিকের মায়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত গৃহবধু রোজিনা আক্তারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহতের ছেলে ঢাকা মেইলের সহ-সম্পাদক মোহাম্মাদ উল্লাহ তম্ময় শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত রোজিনা আক্তার জানান, রোববার সকালে তিনি শিবচর পৌর এলাকার নলগোড়া গ্রামে তার স্বামীর বাড়িতে গেলে পুর্ব শক্রুতার জের ধরে ফারুক, মুনির, সিদ্দিক, শাহিয়া ও তার ২ ছেলেসহ অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসী আমার উপর লাঠি, লোহার রড, চাপাতিসহ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়্।এসময় তিনি দৌড়ে পাশের ঘরে গিয়ে নিজেকে রক্ষা করেন।এর আগেও হামলাকারিরা তার জমি দখলসহ তাকে হত্যার হুমকি দিয়েছে। ইতোপূর্বে এ ব্যাপারে শিবচর থানায় সাধারণ ডাইরি ও অভিযোগ করা হয়েছে।
তিনি আরো জানান, আমার স্বামী কুয়েতে থাকেন।আমার ছেলে ঢাকায় সাংবাদিক করেন। গ্রামের বাড়িতে আমি একা থাকি। এরা আমার স্বামীর জায়গা জমি দখলের পায়তারা করছে। হামলাকারী সন্ত্রাসীরা একই গ্রামের আমার স্বামীর নিকটাত্মীয়।