মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে ২০ সংগঠনের গণঅনশন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে মাদারীপুরের ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। শুক্রবার বিকেলে শহরের শকুনী লেকের পাড় শহীদ কানন চত্ত্বরে এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়।
‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর জেলার ব্যানারে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এ্যাভোকেট মশিউর রহমান পারভেজ। এ সময় ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর খলিলুর রহমান খান, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাডভোকেট খান মো: শহীদ, মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুজ্জামান আমির বাবুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতারা বক্তব্য রাখেন ।
‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর জেলার নেতা এ্যাভোকেট মশিউর রহমান পারভেজ বলেন, ‘আমরা গত তিন বছর ধরে হাসপাতাল চালুর দাবীতে আন্দোলন করে আসছি। কিন্তু জনস্বার্থে চলমান আমাদের আন্দোলনের প্রতি কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি। তাই যতদিন পর্যন্ত আমাদের দাবী পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।”