মাদারীপুরে লক্ষ্মীপূজাকে ঘিরে চলছে ৩ দিনের উৎসব

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের নবগ্রামে লক্ষ্মী দেবির পুজাকে ঘিরে স্থায়ী-অস্থায়ী শতাধিক মন্ডপে সাজানো হয়েছে আলোকসজ্জা দিয়ে। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া উৎসবের মন্ডপগুলাতে রাতভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজারো ভক্ত ও দর্শনার্থীর আগমনে মুখর পুরো এলাকা। আর ব্যাপক নিরাপত্তার কথা জানায় পুলিশ।
কাজাগরি পূর্ণিমা মানে রাতভর আরাধনা, যার ধন সম্পদ নেই তিনি প্রাপ্তির আশায়, আর যার আছে তার সম্পতি যাতে হারিয়ে না যায় এজন্য যুগের পর যুগ লক্ষ্মী দেবির আরাধনা করে আসছেন ভক্তবৃন্দ। পুজাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যার পর মন্ডপগুলোতে শুরু হয় নৃত্য, সংগীত, নাটক, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন। মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে শুধু মাদারীপুর জেলার মানুষই নন, ছুটে আসেন পাশের গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল ও শরিয়তপুরের দর্শনার্থীরাও। রাতভর চলা এ অনুষ্ঠান দেখে মুখরিত শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। সবাইকে আনন্দ দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। প্রায় দুইশো’ বছর ধরে নবগ্রামে এভাবেই হয়ে আসছে বিষ্ণু পত্মী লক্ষ্মীর পূজা। শনিবারের শুরু হওয়া এই অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় ঢাকের প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে তিনদিনের আয়োজন। আর উৎসব শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তার কথা জানায় পুলিশ।