মাদারীপুরে নারীদের সেলাই মেশিন ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র এবং সেলাই প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা পরিষদের হলরুমে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২শ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও ২শ ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র ও ১৩৫ জন নারীদের সেলাই মেশিন বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এই সময় জেলা পরিষদের নির্বাহী শ্রীনিবাস দেবনাথ, জেলা পরিষদের সদস্য মোঃ মীর মামুনুর রশিদ, আয়শা সিদ্দিকা মুন্নী, ইলিয়াস পাশা, রোকসানা পারভীন, মোঃমহিউদ্দিন খান ও রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।