মাদারীপুরে ৫ জুয়াড়ীকে ১৫ দিনের জেল ভ্রাম্যমান আদালতের

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদ- দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা তাদের এ দ-াদেশ প্রদান করেন।
দ-প্রাপ্তরা হলেনÑউপজেলার সিডি খান ইউনিয়নের শাহিন বেপারী (৩০), এনায়েতনগর এলাকার ফাঁসিয়াতলা গ্রামের বাদল হাওলাদার (৩৮), আলীপুর এলাকার পশ্চিম আলিপুরের মহিন সরদার (২৮), এনায়েতনগর এলাকার কালাই সরদার চরের শহিদুল কাজী (৩৫) ও দক্ষিন কাজীকান্দী গ্রামের বাশার বেপারী (৪৫)।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সমিতিরহাটের একটি নির্জন স্থানে বসে ওই ৫ যুবক মিলে জুয়ার আসর বসায়। এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে জুয়া খেলার সময় আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের কারাদ- দিয়ে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেন।
কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, উপজেলার সমিতির হাট এলাকায় জুয়া খেলার সময় ওই পাঁচ জুয়াড়ীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করলে দন্ডপ্রাপ্তদের মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।