কালকিনিতে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই-স্ত্রী ,ছেলেসহ গ্রেপ্তার চার

কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে কবির হাওলাদার (৫৫) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তার ছোট ভাই সবুর হাওলাদারসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কালকিনি থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি সার্কেল) মো. আলাউল হাসান। এর আগে শনিবার রাতে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দি এলাকার মৃত আলতাজুদ্দিন হাওলাদারের ছেলে ও নিহত কবির হাওলাদারের ছোটভাই সবুর হাওলাদার (৪৯), সবুর হাওলাদারের স্ত্রী লিপি বেগম (৪১), তাঁর ছেলে আসলিম হাওলাদার (২২) ও আসলাম হাওলাদার (১৯)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ জনারদন্দি এলাকার মৃত আলতাজুদ্দিন হাওলাদারের দুই ছেলে কবির ও সবুরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুই ভাইর মধ্যে আগেপরে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিসও হয়েছে। শনিবার বিকেলে কবির তাঁর দাবি করা ধানের জমিতে গেলে বাঁধা দেন সবুর। প্রথমে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে ওই জমিতে কবিরকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে কবিরকে কুপিয়ে জখম করে সবুর ও তার দুই ছেলে আসলিম ও আসলাম। এ সময় সবুরের স্ত্রীও সঙ্গে ছিলেন। পরে স্থানীয় লোকজন কবিরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার (২৫) বাদী হয়ে তার চাচা সবুর হাওলাদারসহ চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ সম্পর্কে নিহত কবিরের ছেলে ও মামলার বাদী ফরিদ হাওলাদার বলেন, ‘আমার আব্বাকে পশুর মত কুপিয়ে মারা হইছে। যারা আমার বাবাকে মারছে তারা আমার কেউ নয়। ওরা সামান্য জমির জন্য আমার বাবাকে মেরে ফেললো। আমার বাবার হত্যাকারীদের বিচার চাই, ওদের ফাঁসি চাই।’
জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘ঘটনার পরেই পুলিশের একাধিক দল অভিযুক্ত আসামিদের ধরতে অভিযান শুরু করে। রাতের মধ্যেই আমরা প্রধান অভিযুক্ত সবুর, তার দুই ছেলে ও স্ত্রীকে গ্রেপ্তার করতে স্বক্ষম হয়েছি। হত্যাকা-ের সময় ব্যবহৃত সেভেন গেয়ার চাকু আসামি সবুরের ছেলে আসলামের কাছ থেকে উদ্ধার করেছি। আসামিদে রোববার বিকেলে আদালতে হাজির করা হবে।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি সার্কেল) মো. আলাউল হাসান বলেন, ‘প্রাথমিক তদন্তে গ্রেপ্তার চার জনই কবির হত্যার সঙ্গে সম্পর্কিত রয়েছে। প্রত্যক্ষদর্শীরাও বলেছে ওই চারজনই কবিরকে কোপানোর সময় একসঙ্গে ছিল। আসামিদের মধ্যে আসলাম হত্যার দায় স্বীকার করেছেন। এই নৃশংস হত্যাকা-ের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য আসামিদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।’