মাদারীপুরে উদীচীর পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি :
“শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানে শুক্রবার অনুষ্ঠিত হলো উদীচী, মাদারীপুর জেলা সংসদের পঞ্চদশ দ্বি-বার্ষিক সম্মেলন। সকাল ১০ টায় মাদারীপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন ১৫ বীর মুক্তিযোদ্ধা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। পরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ, দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আমিরুল হক চৌধুরী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উদীচী মাদারীপুর জেলা সংসদের সভাপতি ডা. রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান খান মো: শহীদ। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মাহমুদ সেলিম রচিত ‘ইতিহাস কথা কও’ গীতি আলেখ্য মঞ্চস্থ হয়।