৮ম শ্রেনীর ছাত্র সাজ্জাদ জয়ী হলো দাদাভাইয়ের জীবনী নিয়ে প্রতিযোগীতায়

মিশন চক্রবর্ত্তী :
মহান মুক্তিযুদ্ধের সংগঠক,মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীকে (দাদা ভাই) নিয়ে মাদারীপুরের শিবচরে চলমান ’দাদা ভাই উৎসবের’ তৃতীয় দিনে দাদা ভাইয়ের জীবনী নিয়ে প্রতিযোগীতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সীমিত পরিসরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী মো: সাজ্জাদ হোসেন প্রথম ও শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মো: ফাহিম মতুর্জা দ্বিতীয় স্থান অধিকার করে। পরে অতিথিরা অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারমান বিএম আতাউর রহমান আতাহার, ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।