হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর করোনার বিনামুল্যে টিকা পৃথিবীতে বিরল-শিবচরে চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মোঃ মনিরুজ্জামান মনির,মোঃ আবু জাফর,অপূর্ব দাস, মিঠুন রায়,কমলেশ ধর ও মিশন চক্রবর্ত্তীঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে করোনা পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভাল আছি। তিনি যেভাবে আমাদের ব্যবসায়ীদের সহায়তা করেছেন, যেভাবে মানুষকে আর্থিক সাহায্য ,খাদ্য সহায়তা ,সুরক্ষা ব্যবস্থা, টিকা কর্মসূচী নিয়েছেন । হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর করোনা ভাইরাসের বিনামুল্যে টিকা কর্মসূচী পৃথিবীতে একটি বিরল ঘটনা । মঙ্গলবার সকালে জেলার শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে সহ¯্রাধিক প্রতিবন্ধী ,হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে খাবার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি ,ফাহিমা আক্তার ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ। সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান ।
চীফ হুইপ আরো বলেন, আপনাদের যে করোনার পরীক্ষা বিনা পয়সায় প্রধানমন্ত্রী করার ব্যবস্থা করে দিয়েছেন। সেই টেস্ট করাতে বিভিন্ন দেশে ৩/৪ হাজার টাকা লাগে। টিকা অন্যান্য দেশে টাকা নিয়ে দেয়া হয়। আর আমাদের প্রধানমন্ত্রী সেই ভ্যাকসিন জনগনের জন্য ফ্রী দেয়ার ব্যবস্থা করেছেন।