স্পিডবোটের মালিক চান্দু গ্রেফতার: দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু

ঢাকা: পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে দায়েরকৃত মামলার আসামি সেই স্পিডবোটের মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রোববার (০৯ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানান, সম্প্রতি মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি ওই স্পিডবোটের মালিককে গ্রেফতার করা হয়েছে। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

রোববার বিকেল ৪টায় রাজধানীর কারওযান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।