স্থানীয় নির্বাচন প্রতিকে হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে গবেষনার অনুরোধ-শিবচরে নির্বাচন কমিশনার

মিশন চক্রবর্ত্তী :
প্রতিক ছাড়া ও প্রতিকসহ স্থানীয় নির্বাচনে কোন ধরনের গতি ,সেটা একটা লক্ষ্যনীয় বিষয়। বিষয়টা সম্পূর্ন রাজনৈতিক সিদ্ধান্ত । এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। আমি আপনাদের মাধ্যমে রাজনৈতিক দল ও নেতৃবৃন্দর কাছে অনুরোধ করবো উনারাই একটা গবেষনা করে , সমঝোতা করে বের করে আনবেন ভবিষ্যতে নির্বাচনগুলো কি দলীয় প্রতিকে হবে না প্রতিক ছাড়া হবে। চতুর্থ ও ৫ম দফায় মাদারীপুরের শিবচর ও রাজৈরে ইউপি নির্বাচন নিয়ে শনিবার সন্ধ্যায় শিবচর উপজেলা পরিষদে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী(অবঃ) এসব কথা বলেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মনিরুজ্জামান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন উর রশীদ প্রমুখ।
নির্বাচন কমিশনার আরো বলেন, আগামী ২ দফায় শিবচরের ৫ ইউনিয়ন ও মাদারীপুরের অন্যান্য উপজেলায় ইউপি নির্বাচন আছে । আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি সহিংসতা যাতে না হয়। সে ব্যাপারে সংশ্লিষ্টরা যেন আগে থেকে তথ্য সংগ্রহ করে রাখেন। যারা চিহিৃত সন্ত্রাসী আছে তাদের যেন আগের থেকেই নজরদাড়িতে রাখেন। বহিরাগতদের যেন নজরদারির মধ্যে রাখেন।