সিরাজুল হক পিএইচডি অর্জন করায় শিবচরস্থ প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

শিবচর বার্তা ডেক্সঃ

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি, শিবচর উপজেলা আওয়ালীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের প্রেসিডিয়াম সদস্য আইনজীবী মোঃ সিরাজুল হক পিএইচডি ডিগ্ৰী অর্জন করেছেন।এছাড়াও তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এল-এল -এম ডিগ্রি নেন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসাবে ঢাকা বারে যোগ দেন। অস্ট্রেলিয়ায় আইন পেশা শুরু করেন ২০০৪ সালে।
ADMINISTRATION OF INTERNATIONAL CRIMINAL JUSTICE IN DOMESTIC JURISDICTION: THE BANGLADESH PERSPECTIVE শিরোনামে তিনি তাঁর পিএইচডি’র থিসিসটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছেন।সিডনীতে শিবচরবাসীসহ তার রাজনৈতিক সহকর্মী এবং বাঙালী কমিউনিটির অনেকেই তার এ বিশাল অর্জনকে শুভেচ্ছা জানিয়েছেন।

সিরাজ মূলত বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রণালীতে ১৯৭৩ সালের এক্টের DOMESTIC ট্রাইবুনালের কার্যকরী ভূমিকা, এর আন্তর্জাতিক অবস্থান ও আন্তর্জাতিক অপরাধ আইনে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনালের SIGNIFICANT CONTRIBUTION বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। থিসিস সম্পর্কে সিরাজুল হক বলেছেন, “This thesis examines the International Crimes Tribunal Act 1973 and international criminal law as interpreted and applied in the national trial of international crimes committed in Bangladesh during its 1971 Liberation War. It evaluates this initiative in conducting the trial amid national and international polarisation, and its significance for Bangladesh and complementarity with the International Criminal Court. Addressing the controversies surrounding the initiative, the thesis argues that the trial, despite initial difficulties, has gathered pace and momentum in delivering justice to the victims and ending the impunity of the perpetrators, which contributes to the progressive development of international criminal law”.