সারাদেশে বিএনপি ৩ শ আসনে ৩ শ যোগ্য প্রার্থী দেয়ার ক্ষমতা রাখে না -চীফ হুইপ লিটন চৌধুরী

মো: আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস ও মো: হাসান মোল্লা :
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে, হয়তো বিএনপি কয়েকটি আসন পাবে। বিএনপি যদি তালিকা করে তাহলে ৩শ সিটে নমিনেশন দিতে পারবে না। আমাদের শিবচরে কাকে দিবে নাম বলতে পারবেন ? যাকে দিবে তার সাথে আমাদের কোন প্রতিযোগিতা হবে ? এইরকম প্রার্থী ৩ শ আসনে ৬শ দিতে পারবে । কিন্তু যোগ্য প্রার্থী বিএনপি ৩শ দেয়ার ক্ষমতা রাখে না। প্রধানমন্ত্রীর জন্য তারা ভাড়া করে নেতা জোগার করতে পারে। কিন্তু শেখ হাসিনার মতো যোগ্য প্রধানমন্ত্রী বাংলাদেশে আর নাই। সোমবার বিকেলে শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় চীফ হুইপ এসব কথা বলেন। এসভায় মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুনির চৌধুরীর জন্য ভোট চান নেতৃবৃন্দ। এছাড়াও জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী ও উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশাকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে সমর্থন দেয়া হয়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকটি শুন্য পদ পূরন করা হয়। এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম। এদিন সকালে চীফ হুইপ চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ও লিটন চৌধুরী ছাত্র কল্যান তহবিল থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। পরে এরফান ইন্টারন্যাশনাল হাই স্কুলের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, বিএনপি যত ষড়যন্ত্রই করুক ইনশাল্লাহ্ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। কারন শেখ হাসিনা সরকার করোনার মধ্যে যেভাবে বিনামুল্যে টিকা , স্বাস্থ্যসেবা ও খাদ্য দিয়ে আমাদেও বাচিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারাবিশে^ যে অবস্থা । বিভিন্ন ধরনের সংকট তিনি যেভাবে মোকাবেলা করছেন শেখ হাসিনার বিকল্পইতো বাংলাদেশে কেউ নাই। আমাদের প্রধানমন্ত্রীতো শেখ হাসিনা হবে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের প্রধানমন্ত্রী কে হবে নামটা বলতে পারেন ? সেটাই যদি বলতে না পারেন তাহলে কার সাথে নির্বাচন করবেন ?