সম্মেলনে যাত্রা পথে দূর্ঘটনায় শিবচরের আওয়ামীলীগের নিহত ও আহত নেতাকর্মীদের বাড়িতে চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস ও মো: আবু জাফর :
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহি বাসের ধাক্কায় শিবচরের আওয়ামীলীগের নিহত ও আহত নেতা কর্মীদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়াও চীফ হুইপ প্রয়াত এক প্রবীন নেতার কবরও জিয়ারত করেন।
জানা যায়, শুক্রবার দুপুরে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপজেলার ভদ্রাসনে গিয়ে প্রয়াত প্রবীন আওয়ামী লীগ নেতা মাস্টার নূর মোহাম্মদ এর কবর জিয়ারত করেন। এরপর সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমানের বাড়িতে গিয়ে নিহতের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নিহতের মা, ভাইসহ একই দূর্ঘটনায় আহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন। যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ^াস দেন তিনি। সবশেষে চীফ হুইপ সড়ক দূর্ঘটনায় আহত ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের বাড়িতে গিয়ে স্বাস্থ্যের খোজখবর নেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর সকালে বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্য শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা কয়েকটি বাসে রওনা হন। ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেনের প্রাইভেটকারে চড়ে ৫ জন নেতা কর্মী সম্মেলনে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেস মহাসড়কের টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল। এ সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪২), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৩), বিপ্লব পাল (৩৪), আকাশ মালোসহ (৩৬) ৫ জন নেতাকর্মী আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান এর মৃত্যু হয়।