সংক্রমিত চিকিৎসক সুস্থ হয়ে শিবচরে বাসায় ফিরেছেন, আইসোলেশনে ৪ জন

শিবচর বার্তা ডেক্সঃ
ঢাকার কুর্মিটোলা হাসপাতালের আইসোলেশন থেকে করোনা মুক্ত হওয়ার পর শিবচর ফিরেছেন এক চিকিৎসক। তিনি নারায়নগঞ্জ ফেরত চিকিৎসক । যিনি নারায়নগঞ্জে থেকে রোগী দেখতেন। তার স্ত্রী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসকের স্বামী ও ৭ বছরের শিশুকন্যাও করোনা আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কোয়ার্টারে হোম আইসোলেশনে আছেন। এপর্যন্ত শিবচরের মোট রোগীর সংখ্যা ১৭। এদের মধ্যে আগেই সুস্থ হন ৩ জন। ১৯ এপ্রিল সদর হাসপাতালের আইসোলেশন থেকে ৮জন মুক্ত হয়ে বাড়িতে ফিরেন (এদের মধ্যে ৫ জন ২য় দফায় আক্রান্ত)। বর্তমানে নারী চিকিৎসক সন্তানসহ ৪ জন আইসোলেশনে রয়েছেন। বাকি ৪ জনের শারীরিক পরিস্থিতিও স্থিতীশীল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, ঢাকার আইসোলেশনে থাকা চিকিৎসক ২ বার টেস্টে নেগেটিভ আসায় সুস্থ শিবচরের কোয়ার্টারে এসেছেন। আক্রান্ত তার স্ত্রী ও সন্তানের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ২ জনের অবস্থাও আগের চেয়ে ভাল। শিবচরের উন্নতি হওয়া পরিস্থিতি বজায় রাখতে হলে লকডাউনের কঠোরতা সঠিকভাবে মানতে হবে।