শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে- চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস ও মো: হাসান মোল্লা :
২১ আগষ্ট শেখ হাসিনার যদি কিছু হয়ে যেত তাহলে জামায়াত বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতো । আজ মেয়েদের আর লেখাপড়া করতে দিতো না। মুজাহিদ নিজামী এ দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলতো। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আমাদের সবার দায়িত্ব যার যার জায়গা থেকে ষড়যন্ত্র মোকাবেলা করা । ইনশাল্লাহ্ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশে এখনো আমাদের অনেক কিছু করার বাকি আছে। শনিবার সকালে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে সালেহ কল্যান ট্রাস্ট কত্তৃক আয়োজিত ২০১৯ সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী , উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ। একইদিন চীফ হুইপ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর, উপজেলা কৃষি প্রশিক্ষন ভবনের উদ্বোধন,সালেহ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ,ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও উভয় স্কুলে ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সাথে মতবিনিময়, উপজেলার বিভিন্ন ক্লাবের মাঝে অনুদান বিতরন কর্মসূচীতে অংশ নেন।
চীফ হুইপ আরো বলেন, বঙ্গবন্ধু না হলে যেমন বাংলাদেশ পেতাম না। শেখ হাসিনার জন্ম না হলে উন্নত বাংলাদেশ পেতাম না। মেয়েদের জন্য শেখ হাসিনা আশীর্বাদ,দোয়া সরুপ। মহিলাদের জন্য শেখ হাসিনা যা করছে চাকুরীসহ সব জায়গায় সুযোগ করে দিয়েছে। আমার পাশে জেলা প্রশাসক বসা সেও মহিলা। তোমরাওতো একদিন এরকম ডিসি হতে পারো। মহিলা স্পীকার আছে । একদিন তোমরাও স্পীকার হতে পারো। বর্তমান সংসদের সংসদ নেতা মহিলা, উপনেতা মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা ,স্পীকারও মহিলা,কয়েকটা মন্ত্রনালয়ের মন্ত্রীও মহিলা। বঙ্গবন্ধু কন্যা মহিলা ও পুরুষের মধ্যে কোন ভেদাভেদ করেন নাই।