শিবচর পৌর বাজারে কড়াকড়ি আরোপ ,নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে সকাল ৮টা -১২টা

শিবচর বার্তা ডেক্সঃ
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে লকডাউন শিবচর পৌর বাজারে আরো কঠোর হচ্ছে প্রশাসন। বুধবার থেকে ৪ ঘন্টা মুদি, কাচামাল,মাছসহ নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে। অহেতুক ভীড় ও লকডাউনের কার্যকারিতা প্রশাসনের নজরদাড়িতে আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের প্রথম করোনা ভাইরাসের রুগী ধরা পড়ায় প্রথমে কনটেইনমেন্ট ও পরে লকডাউন ঘোষনা করা হয় শিবচর উপজেলাকে। করোনায়  শিবচরের ইটালী প্রবাসীর বাবার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ১২ জন সদর হাসপাতালের আইসোলেশনে ও ১ জন ঢাকায় আইসোলেশনে ভর্তি রয়েছে। এ উপজেলাকে পৃথক ক্লাস্টার হিসেবে ঘোষনা দিয়ে অধিক ঝূকিপূর্ন বলছে আইইডিসিআর। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বাজারে অহেতুক ভীড় কমাতে ও লকডাউনের কার্যকারিতা প্রশাসনের নজরদাড়িতে আনার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পৌর মেয়র আওলাদ হোসেন খান বলেন, নির্ধারিত এ সময়ের আগে পরে কেউ দোকান খুললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।