শিবচর পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারী

শিবচর বার্তা ডেক্স :
শিবচর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী এ পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে ২ ফেব্রুয়ারী। এ নির্বাচনে ভোটাররা ইভিএম এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারী পঞ্চম ধাপে শিবচর পৌরসভাসহ দেশের ৩১ পৌরসভার সাধারন নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল মোতাবেক আগামী ২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৪ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই, ১১ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারী প্রতিক বরাদ্দ ও ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। শিবচর পৌরসভা নির্বাচনকে ঘিরে গণবিজ্ঞপ্তি দেওয়াসহ ইতমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ৯ টি কেন্দ্রের ৪৮ টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ১৭ হাজার ৯শ ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন-অর-রশিদ জানান।