শিবচর পৌরসভার ৭২ কোটি টাকার বাজেট ঘোষনা

মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তী :
নতুন কোনো কর আরোপ ছাড়াই মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৭২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর মেয়র আওলাদ হোসেন খান এ বাজেট ঘোষনা করেন।
জানা যায় , সোমবার সকালে শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামের সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৭২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে ডেঙ্গু মশা নিধনসহ পৌর এলাকার রাস্তাঘাট নির্মান ও সংস্কারে বিশেষ বরাদ্দ ধরা হয়েছে। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো: মোকলেছুর রহমান তালুকদার, শিবচর প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, প্যানেল মেয়র কাউন্সিলর আক্তার হোসেন খান, কাউন্সিলর অহিদুজ্জামান শাকিল খান, শিবচর প্রেস ক্লাব ও দূর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ বক্তব্য রাখেন। বাজেটে রাজস্ব আয় লক্ষমাত্রা ২৫ কোটি ও রাজস্ব ব্যয় ২৪ কোটি ৪১ লাখ টাকা, উন্নয়ন তহবিল আয় লক্ষমাত্রা ৪৭ কোটি টাকা ও উন্নয়ন তহবিল ব্যয় ৪৬ কোটি ৩ লাখ টাকা ধরা হয়েছে। সর্বমোট বাজেট ৭২ কোটি টাকা, এর মধ্যে মোট ব্যয় ৭০ কোটি ৪৪ লাখ টাকা এবং ১ কোটি ৫৬ লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
শিবচর পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান বলেন, মাননীয় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নেতৃত্বে শিবচর আজ দেশের অন্যতম পরিকল্পিত পৌরসভা। এ বাজেট তারই চিন্তার প্রতিফলন। এবার বাজেটে পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিস্কাষন ব্যবস্থাসহ নানান গুরুত্বপূর্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।