শিবচর উপজেলা পরিষদ উপ-নির্বাচন: বাড়ির সামনের কেন্দ্র ছাড়া কোন কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি বিএনপি প্রার্থী

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস, সুজন পাল, রিফাত ইসলাম ও কমল রায় :
শিবচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বাড়ির পাশের কেন্দ্র ছাড়া বিএনপি প্রার্থী কোন কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে । মঙ্গলবার ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে এর সত্যতাও মিলেছে। এমনকি প্রার্থীর বাড়ি সংলগ্ন কেন্দ্রগুলোতেও ভোটের দিন প্রার্থীর না যাওয়ার অভিযোগ উঠেছে।  নির্বাচনী ফলাফলে দেখা যায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ: লতিফ মোল্লা নৌকা প্রতিকে ১ লাখ ৮৪ হাজার ৬ শ ৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএনপি মনোনীত চৌধুরী নাদিরা আক্তার ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৮ শ ৭৪ ভোট।
সরেজমিনে জানা যায়, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য নিয়োগ করা হয়। এছাড়া র‌্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, ভ্রাম্যমান আদালতের ১৩ টি টিমসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত  ছিল। জেলা প্রশাসক ড.রহিমা খাতুন ও পুলিশ সুপার মোঃ মাহবুব হাসানও দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।  ভোট চলে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত । নির্বাচনে ১ লাখ ৩৭ হাজার ৮৯০ জন পুরুষ ও ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন নারী ভোটারসহ মোট ২ লাখ ৬৪ হাজার ৪৯৫ জন ভোটার। উপজেলার ১০১টি ভোট কেন্দ্রে ৫১৩ টি বুথে ভোট দেন ভোটাররা। নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা ও ধানের শীষ প্রতিকে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার প্রতিদ্বন্দ্বীতা করেন। সরেজমিনে  বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের বাড়ির সামনের আর এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াই টার দিক গেলে বিএনপির ৪ জন এজেন্ট দেখা যায়। বিএনপির এজেন্ট নূর জাহান, আঃ লতিফ,নুরুল ইসলামের কাছে ভোট কেন্দ্রের পরিস্থিতির কথা জানতে চাইলে তারা জানান সুষ্ঠ ভোট হচ্ছে। বিএনপির বাড়ি থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে ৩টি কেন্দ্রে ৩১ নং খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ে ১১ রশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ৩৩ নং সাড়ে বিশ রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে গিয়ে বিএনপির কোন এজেন্ট দেখা যায়নি। বাড়ির পাশে হওয়া সত্বেও সাড়ে ১১ রশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও ৩৩ নং সাড়ে বিশ রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে বিএনপি প্রার্থী যাননি বলে প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও পৌরসভা ,পাচ্চর, সন্ন্যাসীরচর,উমেদপুর,বহেরাতলা,বাশকান্দিসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে কেন্দ্রগুলোতে বিএনপির কোন এজেন্ট দেখা যায়নি।
বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের বাড়ির সামনের আর এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এজেন্ট  নুরুল ইসলাম বলেন, সকাল থেকেই কেন্দ্রে আছি কোন সমস্যা নেই। সুষ্ঠভাবে ভোট হচ্ছে।
ওই এলাকার মিরাজ লপ্তি নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, তার বাড়ির কাছাকাছি আমাদের সেন্টার হলেও আমাদের কেন্দ্রে সে ভোটের পরিবেশ দেখতে আসেনি। প্রচারনাতেও আসেনি।
একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই উভয় প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোটাররা ভোট দিয়েছেন।
সাড়ে এগার রশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, এই কেন্দ্রে বিএনপির কোন এজেন্ট আসেনি।
৩১ খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, আমার কেন্দ্রে ৪ জনের তালিকা দিলেও একজন বিএনপির এজেন্ট এসেছিল। বিএনপি প্রার্থী এ কেন্দ্রে ভোট দিয়ে তার সাথে কথাও বলেছে।  বিএনপি এজেন্ট দুপুরে খাওয়ার কথা বলে চলে গেছে আর আসেনি।
নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা মিঠু  অনিয়মের অভিযোগ তুলে বলেন, ভয়ভীতি দেখানোয়  এজেন্টরা কেন্দ্রে আসেনি। সারাদিন খোজখবর নিয়ে  কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক বিকেলে ফলাফল বর্জন করেছি।
আওয়ামীলীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা বলেন, বিএনপির বিগত দিনের কার্যকলাপের কারনে তারা বেশিরভাগ কেন্দ্রে এজেন্ট দেয়ার মতো লোক খুজে পায়নি।
মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন জানান, করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি ও নির্বাচনী আচরণ বিধি মেনে শিবচরে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোন প্রার্থীর পক্ষে লিখিত বা মৌখিক কোনপ্রকার অভিযোগ পাইনি আমি।