শিবচরে ৫ টেস্টে ৩ জনের করোনা পজিটিভ, হাসপাতালে করোনার এন্টিজেন টেস্ট শুরু

কমল রায় ও মিশন চক্রবর্ত্তী :
করোনায় দেশের প্রথম লকডাউনকৃত মাদারীপুরের শিবচরে করোনার এন্টিজেন টেস্ট শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। প্রথম দিনেই ৫ জন টেস্ট করেন। এর মধ্যে ৩ জনই করোনা পজিটিভ হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার এন্টিজেন টেস্ট শুরু করে স্বাস্থ্য বিভাগ। এদিন রেজিস্ট্রেশনধারী ৫ জনের এন্টিজেন টেস্ট করা হয়। টেস্টের ৩০ মিনিটেই ফলাফল জানা যায়। এতে দেখা যায় ৫ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্ত ৩ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আর অন্য দুই জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ফলাফল না আসা পর্যন্ত তাদেরকে কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, এন্টিজেন টেস্টের প্রথম দিনেই ৫ জনের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ হয়েছে। বাকি দুজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।