শিবচরে ২৫শ পরিবারের মাঝে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের খাবার সহায়তা বিতরন

শিবচর বার্তা ডেক্স :
চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমনে দেশের প্রথম লকডাউন ঘোষিত শিবচরে হোম কোয়ারেন্টে থাকা প্রবাসী ও নিম্ন আয়ের ২৫ শ পরিবারের মাঝে খাবার সহায়তা বিতরন করেছে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। এছাড়াও জেলা পরিষদের পক্ষ থেকে ১৫ শ পরিবারের মাঝে খাবার সহায়তা বিতরন করা হয়।
শনিবার পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হোম কোয়ারেন্টে থাকা প্রবাসী ও নিম্ন আয়ের ২ হাজার ৫ শ পরিবারের জন্য চাল, ডাল, তৈল, আটা, লবন, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাবার সহায়তা পৌছে দেওয়া হয়। ক্লাবটির সাধারন সম্পাদক শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: লতিফ মোল্লা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে খাবার সহায়তা তুলে দেন। পরে বিভিন্ন ইউনিয়নে ঘরে ঘরে খাবার সহায়তা পৌছে দেওয়া হয়।