শিবচরে ১৭ ও ২৬ মার্চ উদযাপনে প্রস্তুতি সভা

মিশন চক্রবর্ত্তী :
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৩ মার্চ স্বাধীনতার সূবর্নজয়ন্তী উদযাপন, মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলা, ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিবচরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৩ মার্চ স্বাধীনতার সূবর্নজয়ন্তী উদযাপন, মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলা, ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে শিবচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে প্রশাসন। সভায় প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, ওসি মো: মিরাজ হোসেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান, ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।