শিবচরে সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

শিব শংকর রবিদাস :
গ্রামীন জনগোষ্ঠির জন্য টেকসই ও উন্নত ওয়াস ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে শিবচরে বেসরকারী সংস্থা সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বেসরকারী সংস্থা সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার প্রত্যন্ত জনপদে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত অবহিতকরন সভা রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গ্রামীন জনগোষ্ঠির জন্য টেকসই ও উন্নত ওয়াস ব্যবস্থা নিশ্চিত প্রকল্পের আওতায় প্রথমধাপে উপজেলার দত্তপাড়া ও শিরুয়াইল ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন ও এর সুফল সম্পর্কে সভায় আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো: মাকসুদুর রহমান, সাজেদা ফাউন্ডেশনের পরিচালক (ডিভেলপমেন্ট) মুহাইমিন চৌধুরী, সিল কো-অর্ডিনেটর মো: শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার (সূচনা) মো: খালিদ ইমরান, এরিয়া ম্যানেজার (বিবর্তন) মো: শফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মো: মঈন উদ্দীনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।