শিবচরে শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মিশন চক্রবর্ত্তীঃ
শিবচরে শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে থানার উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবচর থানায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৬৪টি পন্ডপের পূজারীরা উপস্থিত ছিলেন। এসময় পূজারীরা ছাড়াও আরো বক্তব্য রাখেন শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি স্বপন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ সরকার প্রমুখ।
শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১৮ টি লিখিত শর্তাবলী প্রেরন করা হয়েছে । সেগুলো মেনেই করোনার স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন করতে হবে। কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোক সজ্জা ব্যবহার করা যাবে না। প্রতিটি মন্দিরে সার্বক্ষনিক ভলানটিয়ার থাকাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। পূজা নির্বিঘেœ করতে পুলিশ,র‌্যাবসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।