শিবচরে লুডু খেলা নিয়ে সংর্ঘষ গড়ালো নির্বাচনী সহিংসতায়, হাসপাতালে হামলার শিকার রুগীর মৃত্যু,আহত ৫

শিব শংকর রবিদাস, কমল রায় ও মিশন চক্রবর্ত্তী:
শিবচরে বাজিতে লুডু খেলা নিয়ে সংঘর্ষ গড়ালো নির্বাচনী সহিসংতায়। হাসপাতালে মুমুর্ষ রুগী পক্ষের উপর হামলা চালিয়ে তাড়িয়ে দেয়ার পর অন্য হাসপাতালে নিলে ইলিয়াছ ঢালী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
সরেজমিনে স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,বুধবার বিকেলে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিক্রিরচর এলাকার ইলিয়াছ ঢালী ও জলীল মোল্লার ছেলে শাহিনের সাথে পানীয় বাজিতে মোবাইল ফোনে লুডু খেলেন। বাজিতে ইলিয়াছ জয়লাভ করেন। ইলিয়াছ শাহিনের নিকট আগেও ছয়শত টাকা পাওনা ছিল। আগের টাকা ও বাজির পানীয় নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। সন্ধ্যার পর শাহিন তার মোল্লা বংশীয় লোকজন নিয়ে ইলিয়াছ ও তার সাথে থাকা লোকদের উপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হলে ৬/৭ জন আহত হয়। এতে ইলিয়াছ ঢালী (৪০)গুরুতর আহত হয়। এছাড়াও উভয় পক্ষের মর্জিনা বেগম, মজিবর মোল্লা , রুবেল মোল্লা ,ইলিয়াছ ঢালী ,মজিবর ঢালীসহ ৬/৭ জন আহত হয়। রাতে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় । গুরুতর আহত ইলিয়াছসহ আহতদের চিকিৎসা চলাকালে তাদের নিয়ে আসা ইউপি সদস্য আব্বাস ঢালীর উপর হামলা চালায় প্রতিপক্ষ মোল্লা বংশের লোকজন। মোল্লা বংশের লোকজনের সাথে তাদের সমর্থনপুষ্ঠ লোকজন যুক্ত হয়ে এসময় হাসপাতাল এলাকায় ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়। ভয়ে শিবচর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েই ইলিয়াস ঢালীকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সুত্রপাত লুডু খেলা নিয়ে হলেও পরে তা ইউপি নির্বাচনের দলাদলিতে রুপ নেয়। স্থগিত হওয়া ইউপি নির্বাচনে ঢালী বংশ বিএম জাহাঙ্গীর বেপারির পক্ষ ও মোল্লা বংশ মোঃ শাহালম তালুকদার চানমিয়ার পক্ষের। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা থাকলেও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেলে নিজ বাড়িতে নিহতের দাফন সম্পন্ন হয়। নিহত ইলিয়াছ ঢাকায় ফলের ব্যবসা করে। ২দিন আগে সে লকডাউনের কারনে বাড়িতে আসে। সে এক সন্তানের জনক।শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এক পক্ষের মামলা হয়েছে। অপর পক্ষের মামলা প্রক্রীয়াধীন। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।