শিবচরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মিশন চক্রবর্ত্তী :
ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপনের লক্ষ্যে শিবচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আগামী ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে। ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ভূমি সপ্তাহে সেবাগ্রহীতাদের কাছ থেকে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হবে, ই-নামজারির আবেদন গ্রহন করা হবে, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর করা হবে, ডিসিআর ও খতিয়ান প্রদান ইত্যাদি সেবাসমূহ প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া নামজারি/জমাভাগ/খারিজ খরচ বাবদ ১১৭০ টাকার বেশি প্রদান না করাসহ ভূমি সম্পর্কিত বিভিন্ন সেবা গ্রহনে সেবাগ্রহীতাদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হবে। সভায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।