শিবচরে বিভিন্ন মন্দিরে পূজা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় শিক্ত

শিবচর বার্তা ডেক্সঃ
শিবচরে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি,সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ । শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিদর্শনকালে মন্দিরগুলোতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নেতৃবৃন্দ। মতবিনিময় করেন ভক্তদের সাথে। এসময় শিবচরের সকল মন্দিরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উন্নয়ন চিত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে তুলে ধরেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ । কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের সকল সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের চীফ হুইপের মতাদর্শকে মেনে চলার আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির, সার্বজনীন কালী বাড়ি মন্দির, পাঁচ্চর সার্বজনীন হরিসভা পরিদর্শনকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, সহ-সভাপতি এ্যাড.তাপস পাল,সাধারন সম্পাদক ঢাকা বিশ^ বিদ্যালয়ের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারন সম্পাদক শুভাশিস বিশ^াস সাধন, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, বিল্পব দে, গনসংযোগ বিষয়ক সম্পাদক এ্যাড.বিনয় ঘোস বিটু, সদস্য মিহির রঞ্জন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাদারীপুর জেলার সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিবচরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।