শিবচরে বন্ধ ডিলারের দোকানে রাতের অন্ধকারে রহস্যজনক আগুন

শিবচর বার্তা ডেক্স:
শিবচরের বাহাদুরপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের দোকানে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে দোকানের ভেতর থাকা মটরসাইকেল, খাদ্য বান্ধব কর্মসূচীর চালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ডিলার এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক অগ্নিসংযোগ দাবী করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টিকে রহস্যজনক বলে উল্ল্যেখ করেছেন।
সরেজমিনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী , প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শিবচরের পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কার্যক্রম চালিয়ে আসছে মিঠু শেখ । বুধবার রাতে দোকানে তালা মেরে বাড়ি চলে যান মিঠু। গভীর রাতে পাহাড়াদারদের কাছ থেকে সে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। অগ্নিকান্ডে দোকানে থাকা মটরসাইকেল , ১০ টাকা মুল্যের ১৫ বস্তা চালসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়। সহকারী কমিশনার(ভূমি) এম.রকিবুল হাসান, ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিলার মিঠু শেখ বলেন, দোকানের দুটি তালা ভেঙে আমার মটরসাইকেল, ১৫ বস্তা চালসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছে। আমার সাথে একটি পক্ষের দীর্ঘদিন ধরে শত্রুতা রয়েছে। এরআগে তারা আমার বাগানের সব গাছও কেটে ধ্বংশ করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অগ্নিকান্ডের মতো মনে হচ্ছে। ফায়ার সার্ভিসও বলছে শর্ট সার্কিট। মিঠু শেখ সন্ধ্যায় থানায় এসে জিডি করার কথা রয়েছে।