শিবচরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম খান। এসময় ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।