শিবচরে প্রতিবন্ধী নারী ধর্ষন মামলার আসামী গ্রেফতার করেছে র‌্যাব

শিবচর বার্তা ডেক্স :
শিবচরের এক মানসিক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষন মামলার মূল আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-০৮ জানায়, শিবচর উপজেলার মুজাফফরপুর রাঢ়ীকান্দি গ্রামের ওই মানসিক প্রতিবন্ধী গৃহবধূর স্বামী ও একই বাড়ির হাসেম ফরাজীর ছেলে এসকেন্দার ফরাজীর (৫২) সাথে সুসম্পর্ক ছিল। একই বাড়িতে বসবাসের সুবাদে এসকেন্দার ফরাজী বিভিন্ন সময় বিভিন্ন অযুহাতে ভিকটিম ওই গৃহবধূর ঘরে আসা যাওয়া করতো। বিভিন্ন সময়ে ওই প্রতিবন্ধী নারীকে কু-প্রস্তাবও দিতো এসকেন্দার ফরাজী। গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টার দিক ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে এসকেন্দার ফরাজী ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এসময় ওই প্রতিবন্ধী গৃহবধূর স্বামী বাড়িতে প্রবেশ করলে টের পেয়ে এসকেন্দার ফরাজী ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় ওই প্রতিবন্ধী গৃহবধূর মা বাদী হয়ে এসকেন্দার ফরাজীকে আসামী করে শিবচর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। র‌্যাব-৮ সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় সোমবার গভীর রাতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের মোঃ জলিল মাদবরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব ওই বাড়ি থেকে প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষন মামলার পলাতক আসামী এসকেন্দার ফরাজীকে গ্রেফতার করে।