শিবচরে পদ্মা নদীতে জাটকা নিধনকালে ৪ জেলে আটক

শিবচর বার্তা ডেক্স :
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর মাদারীপুরের শিবচরে জাটকা নিধনকালে ৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় বিপুল পরিমান জাটকা, জাল ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, জাটকা রক্ষায় গত ২২ জানুয়ারী থেকে আগামী জুন পর্যন্ত জাটকা ধরা, খাওয়া ও পরিবহনে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা রক্ষায় শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁিড়র ইনচার্জ মো: জাহানুর আলীর নের্তৃত্বে সোমবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে কম্বিং অপারেশন পরিচালনা করে নৌ পুলিশের একটি দল। এসময় জাটকা নিধনকালে ইয়াকুব (৫৩), আক্তার হোসেন (২৬), মো: সলিম (২৬) নাঈমসহ (২৪) ৪ জেলেকে আটক করা হয়। এসময় প্রায় ৩০ কেজী জাটকা, ১৫ হাজার মিটার অবৈধ কোনা জাল ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।