শিবচরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূর লাশ ১৬ ঘন্টা পর কালকিনি থেকে উদ্ধার

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে আড়িয়াল খা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া গৃহবধু লাইলী বেগম (৫০) এর লাশ ১৬ ঘন্টা পরম মাদারীপুরের কালকিনি থেকে উদ্ধার করেছে স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বহেরাতলায় এলাকার লাইলী বেগম আড়িয়াল খা নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতের টানে নিখোজ হন। নিখোঁজের পর থেকে শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। নিখোঁজ গৃহবধূর স্বজনরা ট্রলার নিয়ে তাকে খুঁজতে খুঁজতে বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কালকিনি এলাকায় আড়িয়াল খা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ শিরুয়াইল ইউনিয়নের পুর্ব কাকইরের বাটেরচর গ্রামের খবির মাদবরের স্ত্রী।
নিহতের বড় ছেলে স্বপন মাদবর জানান, আমার মা আড়িয়াল খা নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতের টানে নিখোজ হন। আজ সকালে আড়িয়াল খা নদীর কালকিনি এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে করেছি।
মৃত লাইলী বেগমের ভাতিজা জামাল খান জানান, নিখোঁজের পর থেকেই আমরা ট্রলার দিয়ে মৃতদেহটি খুঁজতে শুরু করি। আমরা ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে খুঁজতে খুঁজতে কালকিনীর শেষ প্রান্তে গিয়ে লাইলী বেগমের খোজ পাই।
এ বিষয় শিবচর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন।