শিবচরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষনের লক্ষ্যে উদ্বুদ্ধকরন সভা

মিশন চক্রবর্ত্তী :
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিবচরে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, রবিবার সকালে উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে মৎস কার্যালয়ের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষনের লক্ষ্যে উপযোগী এলাকা হিসেবে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এবং বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনাসহ দেশের ১০ টি জেলা চিহিৃত করে প্রকল্পটি গ্রহন করা হয়েছে। সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষনে গুরুত্বারোপ করেন। সভায় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত, শিবচর প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, প্রকল্পটির পরিবিক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা আসলাম হোসেন শেখ, শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।