শিবচরে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত, মেনে চলতে হবে করোনার স্বাস্থ্যবিধি

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা মেনে চলার আহব্বান জানানো হয়। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দসহ বিভিন্ন মন্ডপের পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ৬৩ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার বিকেলে প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন , পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসসেবে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া করোনা ভাইরাস পরিস্থিতির কারনে মন্ডপগুলোতে জনসমাগম এড়িয়ে চলা, হ্যান্ড স্যানিটাইজার রাখা, মাক্স বিহীন ভক্তদের প্রবেশ রোধ, আলোকসজ্জা, প্রসাদ বিতরনে কঠোরতা মেনে চলাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, ওসি আবুল কালাম আজাদ, পৌরসভা আওয়ামীলীগ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক শংকর ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি স্বপন রায়, প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।