শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরন

মিশন চক্রবর্ত্তী :
আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরনের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। এসময় উপজেলার ৬ শ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।