শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

অপূর্ব দাস :
রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস। প্রথমদিনে শিবচর পৌরসভাসহ সকল ইউনিয়নের ২ হাজার ৫শ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৬ হাজার ১শ কৃষকের মাঝে গম, হাইব্রীড ভুট্টা, হাইব্রীড সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসারীসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় প্রমূখ উপস্থিত ছিলেন।