শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরন

মিঠুন রায় ও অপূর্ব দাস :
খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌশুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা চত্ত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরনের আয়োজন করে কৃষি দপ্তর। এসময় শিবচর পৌরসভা ও উপজেলার ১৯ ইউনিয়নের ৮শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজী এম ওপি সার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন-অর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।