শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

কমল রায় :
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ কর্মসূচীর পূনর্বাসন আওতায় পর্যায়ক্রমে পৌরসভাসহ উপজেলার ২১ হাজার ১ শ ১৫ জন কৃষকের মাঝে চাহিদা মোতাবেক গম, সূর্যমুখী, চিনাবাদাম, সরিষা, মসুর, খেসারী, টমেটো ও মরিচের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরন করা হবে। আর প্রণোদনা কর্মসূচীর আওতায় পৌরসভাসহ উপজেলার ১ হাজার ৯ শ ৪০ জন কৃষকের মাঝে হাইব্রীড বোরো ধান, গম, চিনাবাদাম, সরিষা, ভুট্টা, শীতকালীন মুগ, গ্রীস্মকালীন মুগ ও পেঁয়াজের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরন করা হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় প্রমূখ উপস্থিত ছিলেন।