শিবচরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা শুরু

রিফাত ইসলাম ও কমল রায় :
শিবচরে অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এই মেশিনের মাধ্যমে এক ঘন্টায় এক একর জমির ধান কেটে মাড়াই শেষে বস্তাবন্দী করা যাচ্ছে। এতে কৃষকের দিনমজুর খরচ অর্ধেক কমে কৃষকরা লাভবান হচ্ছে। শুক্রবার দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুরে কৃষকরা এই মেশিন ব্যবহার করে মাঠের ধান কেটে মাড়াই শেষে বস্তা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় বলেন, খরচ কমানোর জন্য কৃষিতে যান্ত্রিকীকরনের কোন বিকল্প নাই। সেই ধারাবাহিকতায় জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী স্যারের নির্দেশনায় শিবচর উপজেলায় এই প্রথম এই যন্ত্রটি দিয়ে আমরা ধান কাটা শুরু করেছি। এই যন্ত্রটির মাধ্যমে আমরা সহজেই ধান কেটে মাড়াই শেষে বস্তাবন্দী করতে পারবো।