শিবচরে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠিত

মিশন চক্রবর্ত্তী :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে শিবচরে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার উপজেলার পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধ সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি বিষয়ক ”লচ্চিত্র প্রদর্শনী করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মাদারীপুর জেলা তথ্য অফিসার মো: রিয়াদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর খান, পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামসুল হক, চরজানাজাত ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম খান প্রমূখ উপস্থিত ছিলেন।