শিবচরে এসএসসি, দাখিল ও কারিগড়িতে ৩৫২৯ পরীক্ষার্থী

শিবচর বার্তা ডেক্স :
চলতি বছর এসএসসি, কারিগড়ি ও দাখিল পরীক্ষায় শিবচরে ৩ হাজার ৫ শ ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। ৪ টি কেন্দ্র ও ২ টি ভেন্যুতে পরীক্ষার্থীরা অংশগ্রহন করে। পরীক্ষার প্রথম দিন রবিবার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ বছর এসএসসিতে শিবচর-১ কেন্দ্র শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রের ভেন্যু সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট ১ হাজার ২ শ ৬৫ জন , শিবচর-২ কেন্দ্র নন্দকুমার মডেল উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রের ভেন্যু খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৪ শ ৬৮ জন, কারিগড়িতে বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ২ শ ১৮ জন এবং দাখিলে আল বায়তুল মামুর ফাজিল মাদ্রাসা এন্ড বিএম কলেজ কেন্দ্রে ৫ শ ৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন।
শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান বলেন, এ বছর শিবচরে মূল কেন্দ্র হিসেবে ৪ টি ও ২ টি ভেন্যুতে এসএসসি, কারিগড়ি ও দাখিল পরীক্ষার্থীরা অংশ গ্রহন করছেন।