শিবচরে ঈমামসহ আরো প্রায় ২০ হাজার পরিবারের মাঝে চীফ হুইপ লিটন চৌধুরীর খাবার সহায়তা

শিব শংকর রবিদাস, মোঃ আবু জাফর ও কমল রায়ঃ
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে লকডাউন শিবচরের আরো প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা শুরু হয়েছে। এরআগে কনটেইনমেন্ট ঘোষনার পর চীফ হুইপের উদ্যোগে প্রায় ৩০ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা দেয়া হয়। এবার বিভিন্ন মসজিদ,মাদ্রাসার ঈমাম,মুয়াজ্জিন, পত্রিকার হকার, চতুর্থ শ্রেনীর দুঃস্থ কর্মচারী, জেলে সম্প্রদায়সহ হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীসহ ঢাকা,নারায়নগঞ্জসহ চিহিৃত জেলাগুলো থেকে আগত ও নি¤œ আয়ের প্রায় ২০ হাজার মানুষের মাঝে এ সহায়তা দেয়া হবে। সহায়তায় খাবারের তালিকায় রয়েছে চাল,ডাল, তেল,চিনি, পেয়াজ,ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাবার ও ওষুধ। রোজার আগেই এসকল খাবার সহায়তা বিতরন সম্পন্ন করার জোড়ালো চেষ্টা চলছে। ঘরে ঘরে খাবার পৌছে দিতে চীফ হুইপের তদারকির কৌশল হিসেবে প্রতি স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগের নেতারা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকছেন ।বুধবার উপজেলার নিলখীতে খাবার সহায়তা বিতরন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুদ্দিন খান। কাঠালবাড়িতে ৮শ, নিলখীতে ৫শ, ভান্ডারীকান্দি ৫শ,কাদিরপুর ৬শ পরিবারের মাঝে এদিন খাবার সহায়তা বিতরন করা হয়।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সবাইকে লকডাউন মেনে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ খাবার কোন কষ্ট পাবে না।বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ঈমাম , পত্রিকার হকার, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার সহায়তা অব্যাহত থাকবে । জনপ্রতিনিধি, উপজেলা-স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে খাবার সহায়তা বিতরন করা হচ্ছে।