শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন চেয়ে আবেদন করেছেন যারা

শিবচর বার্তা ডেক্সঃ
১ম দফায় শিবচরে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন পাওয়ার জন্য ৭০ প্রার্থী আবেদন করেছেন। এরমধ্যে সর্বাধিক আবেদন পড়েছে বাশকান্দি ইউনিয়নে ১১ জন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা:মোঃ সেলিম। এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে গ্রামীন জনপদ। প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারনায় জমজমাট হয়ে উঠেছে ইউনিয়নগুলো। এ নির্বাচনে দত্তপাড়া ইউনিয়নে ৭ জন, শিবচর ইউনিয়নে ৬ জন, পাঁচ্চর ইউনিয়নে ২ জন, মাদবরচর ইউনিয়নে ৭ জন, কুতুবপুর ইউনিয়নে ৬ জন, কাদিরপুর ইউনিয়নে ৩ জন, দ্বিতীয়খন্ড ইউনিয়নে ৬ জন, ভান্ডারীকান্দি ইউনিয়নে ৩ জন, বাঁশকান্দি ইউনিয়নে ১১ জন, বহেরাতলা উত্তর ইউনিয়নে ৩ জন, বহেরাতলা দক্ষিন ইউনিয়নে ৪ জন, নিলখী ইউনিয়নে ৬ জন ও শিরুয়াইল ইউনিয়নে ৬ জনসহ মোট ৭০ জন আবেদন করেছেন।
ইউনিয়নগুলোতে আওয়ামীলীগের সমর্থন চেয়েছেন যারা-
দত্তপাড়া ঃ
১. মুরাদ মিয়া
২. মোঃ মোহসিন উদ্দিন
৩. পাভেল চৌধুরী
৪. মনিরুজ্জামান টুকু ফরাজী
৫. মোঃ মনজুরুল জাহান
৬. মোঃ খোকন মুন্সী
৭. এস এম মাহাবুল আলম
শিবচর ঃ
১. মোঃ রাজন মিয়া
২. মোঃ আসাদুজ্জামান রিপন
৩. মোঃ শহিদ মুন্সী
৪. মোঃ মোশারফ মোল্লা
৫. বাবুল ফকির
৬. নজরুল ইসলাম
পাঁচ্চর ঃ
১. মোঃ দেলোয়ার হাওলাদার
২. বাবুল হোসেন হাওলাদার
মাদবরচর ঃ
১. চৌধুরী সুলতান মাহমুদ
২. মোঃ সাইদুর রহমান বাবুল
৩. মোঃ ফজলুল হক
৪. মাসুদ রানা
৫. মিজানুর রহমান (বাবু মোল্লা)
৬. মোহাম্মদ সেলিম মিয়া
৭. হারুনুর রশিদ
কুতুবপুর ঃ
১. মোঃ আতিকুর রহমান মাদবর
২. মোঃ মনোয়ার হোসেন
৩. মোঃ ইব্রাহিম শিকদার
৪. মোঃ লাল মিয়া মোল্লা
৫. এমদাদুল হক (আ: খালেক ফকির)
৬. মাসুদুর রহমান (দুলাল বেপারী)
কাদিরপুর ঃ
১. বি এম জাহাঙ্গীর হোসেন
২. শাহ আলম তালুকদার (চান মিয়া)
৩. মোঃ আলাউদ্দিন মাদবর
দ্বিতীয়খন্ড ঃ
১. মনোয়ারা বেগম
২. মফিজ উদ্দিন আহম্মেদ
৩. হাবিবুর রহমান
৪. মোহাম্মদ শাখাওয়াত হোসেন
৫. মোহাম্মদ সিরাজুল ইসলাম
৬. মোঃ কামাল মোড়ল
ভান্ডারীকান্দি ঃ
১. শওকত হোসেন নান্নু
২. আবুল কালাম চোকদার
৩. সামচুল ইসলাম গাজী (দাদন গৌড়া)
বাঁশকান্দি ঃ
১. মোঃ আবুল বাসার মিয়া
২. শাজাহান মোল্লা
৩. মোঃ আইয়ুব আলী
৪. মোঃ আসাদুজ্জামান
৫. মোঃ আনোয়ার হোসেন
৬. মোঃ ফরহাদ হোসেন
৭. মাহবুবুর রহমান (আসমত আলী)
৮. মোঃ আব্দুল হাই মিয়া
৯. টি এম ফারুক
১০. আলমগীর মোল্লা
১১. মোস্তাফিজুর রহমান
বহেরাতলা উত্তর ঃ
১. মোঃ জাকির হোসেন (হায়দার)
২. মোঃ নুরুল হক সিকদার
৩. হারিচ (বাচ্চু মাদবর)
বহেরাতলা দক্ষিন ঃ
১. মোঃ রোমানউজ্জামান রোমান
২. মোঃ অলি উল্লাহ খালাসী
৩. গোলাম জাহাঙ্গীর মাতুব্বর
৪. মোঃ আবদুল বারী উকিল
নিলখী ঃ
১. মোঃ ওয়াসিম
২. মোঃ হারুন অর রশিদ জসীম
৩. মোঃ বাবুল খালাসী
৪. মামুন কাজী
৫. সহিদুর বেপারী
৬. মিজান
শিরুয়াইল ঃ
১. আতিকুর রহমান মুরাদ হাওলাদার
২. মোঃ সুরাবউদ্দিন মাতুব্বর
৩. মোঃ আজিজুর রহমান
৪. আবুল কালাম সরদার
৫. মান্নান মাতুব্বর
৬. রানা হাওলাদার