শিবচরের ৭ শিক্ষক পেলো “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” সম্মাননা

শিবচর বার্তা ডেক্স :
করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ব্যানারে ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রম চালু করে ১৪ জন শিক্ষক । পরবর্তীতে সারাদেশের শিক্ষকরা এতে অংশ গ্রহন করেন। এই কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে শিবচরের ৭ শিক্ষককে “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মো: ইফতেখার হোসেন ভূইয়া শিক্ষকদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
জানা যায়, করোনার কারনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রম চালু রাখতে ২০২০ সালের ৭ এপ্রিল দেশের বিভিন্ন প্রান্তের ১৪ জন শিক্ষক মিলে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক নামের ফেসবুক পেজ চালু করে। এই পেজের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কর্মসূচী চালু রাখতে শিক্ষকরা কার্যক্রম চালিয়ে যান। পরবর্তীতে দেশের বিভিন্ন উপজেলার আরো শিক্ষকরা এই পেজে যুক্ত হন। এরপর থেকে ২ শ ৫০ জন শিক্ষক নিয়মিত অনলাইন ক্লাসে অংশ গ্রহন করছেন। এই কর্মসূচী বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদানের জন্য ঢাকার মিরপুরে পিটিআই সেন্টারের হলরুমে আলোকিত শিক্ষক মিলনমেলা ২০২১ আয়োজন করে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক সমাজ। মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মো: ইফতেখার হোসেন ভূইয়া। এসময় প্রধান অতিথি শিবচরের সুলতান খান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এডমিন তাহমিনা আফরোজ, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান সিদ্দিকী, সোনা খার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসীম মাদবর, মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন, রাজারচর মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ মনিরুজ্জামান, খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাওছার মিয়া, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল মিয়াসহ দেশের বিভিন্ন উপজেলার ১ শ ৮০ জন শিক্ষককে অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা সম্মাননা স্বারক প্রদান করেন। কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিকের সভাপতিত্বে এসময় ঢাকা পিটিআই সুপারিনটেনডেন্ট বাআপ্রাশি পেইজ উপদেষ্টা কামরুজ্জামান কামাল, এটুআই সংযুক্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন, ঢাকা টিটিসি প্রভাষক মির্জা দিদারুল আনাম, ইউনিসেফ স্পেশালিষ্ট মোঃ রফিকুল ইসলাম, কিশোরগঞ্জের ভৈরব ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ দুলাল মিয়া, মানিকগঞ্জের খেউর ইউআরসি ইন্সট্রাক্টর জহুরা খাতুন, ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের লেকচারার হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের প্রতিষ্ঠাকালীন এডমিন জাহিদুল ইসলাম পলাশ, আল আমীন,তাহমিনা আফরোজ, রেহানা সুলতানা মনি, রতন বসাক,পরশ মাহমুদ, হাজেরা আক্তার,বেনজির হক,তারেক হাসান,ফেরদৌস আহমেদ লিটন, উজ্জল দাম,মল্লিকা কুন্ড,অজয় গোমস্তা, কামরুল হাসান শিমুল, মোহাম্মদ আব্দুর রশিদ, আশরাফুল আলম, এস এস রাব্বী, রূপা মল্লিক রুপু, জান্নাতুল ফেরদৌসী, রেহানা সুলতানা মনি প্রমূখ উপস্থিত ছিলেন।