শিবচরের উন্নয়নের জন্য একজন লিটন চৌধুরীর খুব প্রয়োজন ছিল-মুনির চৌধুরী

মোঃ মনিরুজ্জামান মনির ,মোঃ আবু জাফর, অপুর্ব দাস, মিঠুন রায় ও কমলেশ ধরঃ
শিবচরের মাদবরচরে দ্যা ওয়ার্ল্ড সিটি মার্কেট নামক একটি বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর করেছেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী। শুক্রবার সামাজিক বাজার নামক প্রতিষ্ঠানের অর্থায়নে নির্মানাধীন মার্কেটের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপরি, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ সামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আহ্বায়ক শহীদ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুনির চৌধুরী শিবচরের উন্নয়ন ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উন্নয়ন কর্মকান্ডের বিস্তর চিত্র তুলে ধরে বলেন, আপনারা যেমন ছয় ছয়বার নির্বাচিত করে আমাদের প্রানপ্রিয় নেতা লিটন চৌধুরীকে ঋণী করেছেন। তিনিও একটি একটি ঋণ পরিশোধ করে চলেছেন। তিনি প্রতিটি সময় প্রতিটি পদক্ষেপ শিবচরের মানুষকে নিয়ে ভাবেন। শিবচরের উন্নয়ন নিয়ে ভাবেন। তিনি যখন শিবচর আসেন আসা যাওয়ার পথে ডানে বামে তাকাতে থাকেন। কোথায় কি করবেন কিভাবে সৌন্দর্য্য বাড়াবেন কিভাবে শিবচরের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে তার পরিকল্পনা করেন। শিবচরের উন্নয়নের জন্য একজন লিটন চৌধুরীর খুব প্রয়োজন ছিল। আল্লাহু রাব্বুল আল আমিন সেই লিটন চৌধুরী দিয়েছেন। তাই আমরা তার জন্য প্রান ভরে দোয়া করবো। আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবো।