শিক্ষার মানউন্নয়নে শিবচরে মাধ্যমিক শিক্ষকদের সাথে প্রশাসনের মতবিনিময়

শিব শংকর রবিদাস :
শিক্ষার মানউন্নয়ন ও আর্থিক স্বচ্ছতা অটুট রাখতে শিবচরে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিভাবে আগামীতে শিক্ষার মানউন্নয়ন করা যায় তা নিয়ে সভায় গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ, মাসিক বেতন, পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতে আদায়কৃত বিদ্যালয়ের আয়ের অর্থ খাত ওয়ারী জমা ও সঠিকভাবে ব্যয়ের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ^জিৎ রায়, একাডেমিক সুপার ভাইজার আসাদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।