লকডাউনের প্রথম দিনই শিবচরে ১১ চেকপোস্ট ৪ টি মোবাইল টিম, কাল থেকে বড় ধরনের অভিযান

সুজন পাল, কমল রায় ও মিশন চক্রবর্ত্তী :
সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় ১১ টি চেকপোস্ট বসিয়ে ও ৪ টি মোবাইল টিমের মাধ্যমে মাঠে রয়েছে পুলিশ। সকাল থেকেই বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। প্রথম দিন কিছুটা নমনীয় থাকলেও আগামী কাল বৃহস্পতিবার থেকে বড় ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন ।
উপজেলা প্রশাসন জানায়, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর নেতৃর্ত্বে বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত শিবচর পৌর বাজার, ভদ্রাসন, চান্দেরচর, শেখপুর বাজার, সোতারপাড় বাসস্ট্যান্ড, সাহেবের হাট এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাক্স ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি মানা সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন। এসময় মাইকিং করে সকলকে লকডাউন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়। এদিকে সকালে শেখপুর বাজারে মাক্স না পড়ার অপরাধে ইব্রাহিম নামের এক ব্যাক্তিকে ২ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাবাজার ঘাট এলাকায় লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল হোসেনের নেতৃর্ত্বে আইন শৃংখলা বাহিনী দিনভর কাজ করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ১১ টি চেকপোস্ট বসিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশের ৪ টি মোবাইল টিম বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল ইসলাম বলেন, উপজেলায় ১১ টি চেকপোস্ট বসিয়ে ও ৪ টি মোবাইল টিমের মাধ্যমে লকডাউন বাস্তবায়নে কাজ চলছে। লকডাউন বাস্তবায়নে সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।