যথাযোগ্য মর্যাদায় শিবচরে জাতীয় শোক দিবস পালন

শিব শংকর, মো: মনিরুজ্জামান, মো: আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস, কমলেশ ধর ও কমল রায় :
যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শিবচরে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচী পালন করে।
জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে পৌরসভার আয়োজনে পৌর ভবনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন শেষে আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ৭১ চত্ত্বরে গিয়ে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন শেষে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ প্রমূখ উপস্থিত ছিল।